Friday, April 9, 2010

How to spell check in Unicode Bengali ?

আন্তর্জালে যারা বাংলায় লেখালেখি করেন তারা প্রায়ই বানান জনিত সমস্যায় পড়েন। আমিও এমন ভুক্তভোগী। গতকাল এক বন্ধু এমন কষ্টের সমাপ্তির খোঁজ দিল। আমিও খুঁজছিলাম বহুদিন ধরে। আজ পেলাম আপনা বানান নামে একটি বাংলা বানান চেকার। দেরী না করে ডাউনলোড ও ইনস্টল।
এর পর দেরী না করে কাজ শুরু। তার আগে এই সফ্টওয়্যারের উপর একটা নাতিদীর্ঘ আলোচনা রেখে গেলাম এখানে।

এটি মূলত ইউনিকোড বাংলার জন্য একটি বানান টুলস যা আপাতত উইন্ডোজ ও লিনাক্স এর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। এটি ইনস্টল করা হলে ডেস্কটপে একটা আইকন সৃষ্টি হয়। এই টুলস উইন্ডোজে মাত্র ১০ এমবি জায়গা নেয় এবং এটি চালাতে ১২৮ মেবা সহ পেন্টিয়াম ৩ পিসি যথেষ্ট। ইনস্টল করার জন্য এটি ৪০ মেবা জায়গা নেয় মেমোরীতে।

এটির পরিচালনা খুব সহজ।

  • ১. ডেস্কটপের আইকন ডাবল ক্লিক করলে একটা টেক্সট এডিটর ওপেন হয়, যাতে ওপেন, কপি, পেষ্ট, সেইভ, অপশন, এবাউট এবং চেক স্পেলিং এই বাটন গুলো আছে।
  • ২. আমি এখানে টাইপ করে - কপি করে এই লেখা গুলো সেই এডিটরে পেষ্ট করেছি মাত্র। তারপর চেক স্পেলিং দিয়ে বানান চেক। বানান চেক করাটা ওয়ার্ডের মতোই একই ধরনের।
  • ৩. যেকেউ চাইলে আগে টাইপ করে কোন টেক্সট ফাইলে সেভ করে রাখতে পারেন এবং ওপেন বাটন দিয়ে এই এডিটরে ওপেন করে বানান চেক করে নিতে পারেন।
  • ৪. এখানে চেক করা লেখা চাইলে যে কেউ আবার টেক্সট ফাইলে সেভ করে রাখতে পারেন।

এখন দেখি এটি কোথায় পাওয়া যেতে পারে। এর ডাউনলোড লিংক হচ্ছে -

আপনা বানান চেকার

1 comment:

  1. ডাউনলোড লিংকটি পাঠালে উপকৃত হব।

    ReplyDelete