Wednesday, April 14, 2010

How to remove Thumb.db file

Thumb.db এটা দেখে অনেকে মনে করে বসেন এটা আবার ভাইরাস কী না। অনেকের পিসিতে ইমেজ ফোল্ডারগুলোতে এটা অটোমেটিকেলি তৈরী হয়। এটা মূলত একটি ডাটাবেজ ফাইল অনেকটা ক্যাচ টাইপড ডাটা সংরক্ষন করে। ভয়ের কিছু নেই খুব সহজে এটি রিমোভ করা যায়।
 নিচের নিয়ম অনুসরন করুন :

 "WINDOWS EXPLORER" খুলুন, এর পর টুলস মেনু - এর পর ফোল্ডার অপশন - ভিউ - তারপর দেখুন
প্রথমে ফাইলস এর পর ফোল্ডারস - এখানে ক্লিক করুন "DO NOT CACHE THUMBNAILS".

এখন ওক দিয়ে বের হয়ে আসুন। আশা করি এর পর হতে আর থাম্বস.ডিবি দেখা যাবে না।

No comments:

Post a Comment