Saturday, April 10, 2010

How to use shortcut keys in Microsoft Word ?

মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু শর্টকার্ট: আজ আমরা জেনে নেই  কিছু কী-বোর্ড শর্টকার্ট:

Ctrl + A Select all contents of the page. (
পুরো পেজ সিলেক্ট করতে)

Ctrl + B Bold highlighted selection. (
কোন সিলেক্টকৃত অংশ বোল্ড করতে)

Ctrl + C Copy selected text. (
কোন সিলেক্টকৃত অংশ কপি করতে)

Ctrl + X Cut selected text. (
কোন সিলেক্টকৃত অংশ একেবারে কেটে নিতে)

Ctrl + P Open the print window. (
প্রিন্ট উইন্ডো ওপেন করতে) 


Ctrl + F Open find box. (
ফাইন্ড টুলবক্স খুলতে)


Ctrl + I Italic highlighted selection. (
কোন সিলেক্টকৃত অংশ ইটালিক করতে) 


Ctrl + K Insert link. (
লিংক ইনসার্ট করতে)

Ctrl + U Underline highlighted selection. (
কোন সিলেক্টকৃত অংশ আন্ডারলাইন করতে)


Ctrl + V Paste. (
কোন কপিকৃত অংশ পেষ্ট করতে) 

Ctrl + Y Redo the last action performed. (
শেষবার করা কাজটি আবার করা)


Ctrl + Z Undo last action. (
শেষবার করা কাজটি আবার ফেরত আনা/ডিলেট কৃত অংশ ফেরত আনতে)


Ctrl + L Aligns the line or selected text to the left of the screen. (
কোন লাইন বা সিলেক্টকৃত টেক্স্ট বামদিকে এলাইন করার জন্য) 


Ctrl + E Aligns the line or selected text to the center of the screen. (
কোন লাইন বা সিলেক্টকৃত টেক্স্ট মাঝামাঝি এলাইন করার জন্য)


Ctrl + R Aligns the line or selected text to the right of the screen. (
কোন লাইন বা সিলেক্টকৃত টেক্স্ট ডানদিকে এলাইন করার জন্য) 


  
Ctrl + M Indent the paragraph. (
প্যারাগ্রাফ ইনডেন্ট করার জন্য)

Ctrl + Shift + F Change the font. (
ফ্ন্ট পরিবর্তন করার জন্য)

Ctrl + Shift + > Increase selected font +1pts up to 12pt and then increases font +2pts. (
সিলেক্টকৃত ফন্ট ১ পয়েন্ট করে ১২ পয়েন্ট পর্যন্ত বাড়াতে এবং এর পর ২ পয়েন্ট করে বাড়ানো)

Ctrl + ] Increase selected font +1pts. (
সিলেক্টকৃত ফন্ট ১ পয়েন্ট করে বাড়াতে)

Ctrl + Shift + < Decrease selected font -1pts if 12pt or lower, if above 12 decreases font by +2pt. (
সিলেক্টকৃত ফন্ট ১ পয়েন্ট করে ১২ পয়েন্ট বা তার কম পর্যন্ত কমাতে এবং এর পর ২ পয়েন্ট করে কমাতে)



Ctrl + [ Decrease selected font -1pts. (
সিলেক্টকৃত ফন্ট ১ পয়েন্ট করে কমাতে)



Ctrl + Shift + * View or hide non printing characters. (
নন-প্রিন্টিং কারেক্টার দেখা এবং লুকানো)

Ctrl + Moves one word to the left. (
এক ওয়ার্ড থেকে অন্যটিতে যেতে-বামদিকে)

Ctrl + Moves one word to the right. (
এক ওয়ার্ড থেকে অন্যটিতে যেতে-ডানদিকে)

Ctrl + Moves to the beginning of the line or paragraph. (
লাইন কিংবা প্যারাগ্রাফের শুরুতে যেতে)

Ctrl + Moves to the end of the paragraph. (
লাইন কিংবা প্যারাগ্রাফের শেষে যেতে)


Ctrl + Del Deletes word to right of cursor. (
কার্সরের ডানে মুছে ফেলতে) 

Ctrl + Backspace Deletes word to left of cursor. (
কার্সরের বামে মুছে ফেলতে)

Ctrl + End Moves the cursor to the end of the document. (
ডকুমেন্টসের শেষে যেতে)

Ctrl + Home Moves the cursor to the beginning of the document. (
ডকুমেন্টসের শুরুতে যেতে)


Ctrl + Spacebar Reset highlighted text to the default font. (
সিলেক্ট কৃত টেক্সট ডিফল্ট ফন্ট করতে) 

Ctrl + 1 Single-space lines. (
সিংগেল স্পেস লাইনস করতে)

Ctrl + 2 Double-space lines. (
ডাবল স্পেস লাইনস করতে)

Ctrl + 5 1.5-line spacing. (
লাইন স্পেস ১.৫ করতে)

Ctrl + Alt + 1 Changes text to heading 1. (
টেক্সট হেডিং ১-এ রুপান্তর করতে)

Ctrl + Alt + 2 Changes text to heading 2. (
টেক্সট হেডিং ২-এ রুপান্তর করতে)


Ctrl + Alt + 3 Changes text to heading 3. (
টেক্সট হেডিং ৩-এ রুপান্তর করতে)


Ctrl + F1 Open the Task Pane. (
টাস্ক প্যান খুলতে) 

F1 Open Help. (
হেল্প পেতে)

Alt + Ctrl + F2 Open new document. (
নতুন ডকুমেন্ট খুলতে)

Ctrl + F2 Display the print preview. (
প্রিন্ট প্রিভিও দেখাতে)

Shift + F3 Change the text in Microsoft Word from upper to lower case or a capital letter at the beginning of every word. (
মাইক্রোসফ্ট ওয়ার্ড এ টেক্সট আপার থেকে লোওয়ার কেস এ রুপান্তর করা/ কিংবা প্রতিটি ওয়ার্ড এর  প্রথম বর্ন যেন ক্যাপিটেল লেটার হয়)

Shift + Insert Paste. (
পেস্ট)

F5 Open the find, replace, and go to window in Microsoft Word. (
ফাইন্ড/রিপ্লেস টুল বক্স ওপেন করতে)

Ctrl + Shift + F6 Opens to another open Microsoft Word document. (
আরো একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলতে)

F7 Spell and grammar check selected text and/or document. (
বানান চেক করতে)
Shift + F7 Runs a Thesaurus check on the word highlighted. (
সিলেক্টকৃত টেক্সট এর থ্যাসারাস চেক করতে)

F12 Save as. (
সেভ এস)

Shift + F12 Save. (
সেভ)

Ctrl + Shift + F12 Prints the document. (
ডকুমেন্ট প্রিন্ট করতে)

Alt + Shift + D Insert the current date. (
কারেন্ট তারিখ দিতে)

Alt + Shift + T Insert the current time. (
কারেন্ট সময় দিতে)

No comments:

Post a Comment