বাই ডিফল্ট, পিসিতে একের অধিক অপারেটিং সিস্টেম থাকলে, প্রথমটি সিলেক্ট করা থাকে এবং অন্য অপারেটিং সিস্টেম গ্রহন করব কী না তার জন্য ওয়েটিং টাইম সেট করা থাকে। এটি সাধারনত ৩০ সেকেন্ডস করা থাকে। এই সময়ের মধ্যে আমরা চাইলে কার্সর দিয়ে সিলেক্ট করে অপারেটিং সিস্টেম চালু করতে পারি। সে সময় এন্টার কী দিয়ে আমরা কাংঙ্খিত অপারেটিং সিস্টেম চালু করতে পারি। কিন্তু বুটিং এর এই ডিলে টাইম চাইলে আমরা পরিবর্তন করতে পারি Boot.ini ফাইলে ছোট একটি পরিবর্তন করে। বুট.ইনি ফাইলে ম্যানুয়ালী পরিবর্তন করতে পারি উইন্ডোজ বুটিং টাইম এর সাথে আমরা অপারেটিং সিস্টেম এর সিক্যুয়েন্স পরিবর্তন করতে পারি। কোন অপারেটিং সিস্টেম ডিফল্ট থাকবে তা দ্বারা নির্ধারিত হবে।
আরেকটি উপায় হচ্ছে-
মাই কম্পিউটার - রাইট ক্লিক - প্রপার্টিজ- এডভান্সড ট্যাব - স্টার্ট আপ এন্ড রিকভারি - সেটিংস - "Time to display list of operating systems"- এখন সেট করুন কত সেকেন্ড চান সিস্টেম ডিলে, অপারেটিংস সিস্টেমস নির্বাচন করতে। - ওক বাটন প্রেস করুন।
সাধারনত ০ হতে ৯৯৯ সেকেন্ডস নির্বাচন করা যায়।
No comments:
Post a Comment