Thursday, April 15, 2010

How to make original folder like icon in Windows?

আপনি চাইলেই মাই কম্পিউটার বা ইন্টারনেট এক্সপ্লরারের আইকনের মতো আইকন তৈরিকরতে পারেন । না সেটা কোন শর্ট কাট আইকন নয় একেবারে অরিজিনাল আইকনের মত আইকন। ব্যাপারটা আসলে সাধারন ফোল্ডার তৈরির মতই শুধু নেইমিং করার সময়ে বিশেষ কৌশলে করতে হবে। যেমন ডেস্ক টপে অথবা কোন ড্রাইভে একটি নতুন ফোল্ডার তৈরিকরে তাতে নামকরনের জায়গায় লিখে দিন

My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
তার পর ফাকা জায়গায় ক্লিক করুন দেখুন মাইকম্পিউটার আইকনটি তৈরি হয়েছে । তাতে কোন শর্টকার্ট চিহ্ন নাই একেবারে অরজিনাল আইকনের মতো।
এভাবে অন্যান্য আইকন ও তৈরি করা যায় সেজন্য নির্দিষ্ট কোড আছে

  1. রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
  2. কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
  3. ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
  4. মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
  5. ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
  6. মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
  7. ফোল্ডার অপশনস – Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
  8. টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
  9. সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}
  10. প্রিন্টার ও ফ্যাক্স – Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
  11. স্ক্যানার ও ক্যামেরা – Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
  12. টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
  13. সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}
সূত্র: ইন্টারনেট এবং একটি আইটি ব্লগ যার নাম এখন মনে নেই।

No comments:

Post a Comment