ইউনিভার্সাল ফাংশন কী - F11
একটি ইউনিভার্সাল ফাংশান কী সম্পর্কে আজ বলব। আপনারা জানেন কী - F11 হচ্ছে এমন একটি ফাংশান কী যেটি প্রায়ই সব আধুনিক ব্রাউজারে একই কাজে ব্যবহার করা হয়। সেটি হচ্ছে সেই ব্রাউজার এর ফুল স্ক্রীন মোড এনবাল করা। আমি এটিকে ইউনিভার্সাল বলি এর এই একই কার্য সমাধা করার কাজে সকল ব্রাউজার এর অন্তর্ভুক্তির জন্য। উল্লেখ্য একই কী দিয়ে এনাবল/ডিসেবল করা যায়।
No comments:
Post a Comment