Thursday, April 8, 2010

How to Secure your Desktop Icons and Settings ?

আজ উইন্ডোজের আরেকটি সিক্রেট ট্রিক্স জানলাম।

যে সব পিসিতে অনেকে ব্যবহার করে সে সব পিসির ক্ষেত্রে প্রায়ই দেখা যায় - ডেস্কটপ সেটিংস প্রায়ই চেঞ্জ হয়ে যায় কিংবা অপ্রয়োজনীয় বিষয় এসে যোগ হয়ে যাচ্ছে। ডেস্কটপের এমন অবস্থা অবশ্যই পিসি স্টার্টাপ স্লো করে, সাথে সাথে ডেস্কটপের চেহারা কদাকার করে ফেলে। এ ধরনের পরিস্থিতি এড়াতে আজ জানলাম একটি ছোট রেজিষ্ট্রি এডিটের ট্রিক্স। সেটাই শেয়ার করছি। তবে সবার আগে অবশ্যই বলে রাখি। রেজিষ্ট্রি সম্পর্কে সম্যক জ্ঞান ছাড়া রেজিষ্ট্রি এডিটিং এর চেষ্টা করবেন না। প্রয়োজন হলে কোন অভিজ্ঞজনকে এই ট্রিক্স দেখিয়ে তাকে দিয়ে করান।


প্রথমে রেজিষ্ট্রি এডিটরে যান - স্টার্ট -  রান - regedit - এন্টার

এডিটরের বামদিকের প্যানে একে একে যোগ চিহ্ণে ক্লিক করে করে নিচের স্তর পর্যন্ত যান।


HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

এর পর ডানদিকের প্যানে রাইট ক্লি করে একটি DWORD তেরী করুন - যার নাম দেবেন NOSaveSettings যার ভ্যালু দেবেন '১'(শুধু ১)।

এবার রেজিষ্ট্রি এডিটর থেকে বের হয়ে পিসি রিফ্রেশ করুন এবং রিস্টার্ট করুন। দেখুন তো কী হয় ?

Source: Programmers World

No comments:

Post a Comment