Saturday, April 10, 2010

How to recover deleted files in your Computer ?

আমরা প্রায়শই একটি সমস্যায় পড়ি - ভুল করে কিংবা ইচ্ছাকৃত ডিলেটকৃত ফাইল খুজে পাওয়ার জন্য নির্ভরযোগ্য কোন টুলসের ব্যবহার সম্পর্কেপ্রায়ই দেখা যায় জরুরী ফাইল উদ্ধারে প্রাপ্ত টুলস/সফটওয়্যার অনেকটা ট্রায়ালভার্সনআমি যে সমস্ত টুলস ব্যবহার করেছি তার মধ্যে সবগুলি প্রায় ডেমো এর ফলে অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়তবে জানি না, আপনি যিনি এই মূহুর্তে এই ব্লগ পড়ছেন তিনি কী "রেস্টোরেশান" নামক ছোটএকটি ফ্রি টুলস সম্বন্ধে জানেন কী না 

 আমি পুরোপুরি না হলেও এই ফ্রি টুলস ব্যবহার করে বেশ কাজের বলে পেয়েছিআপনারাও ব্যবহার করে দেখতে পারেনগুগল সার্চে Restoration  বলে সার্চ দিলে আশা করি পেয়ে যেতে পারেন



এছাড়া রিকোভারি মাই ফাইলস নামে আরেকটি কম্প্লিট টুলস আছে, যদি ক্র্যাক সমেত পেতে পারেন তাহলে এটি বেশ কার্যকরী। 

 ভবিষ্যতে এটি ক্র্যাক/সিরিয়াল সহ এই ব্লগের ডাউনলোড অংশে বিস্তারিত দেব

No comments:

Post a Comment