কিভাবে পেন ড্রাইভ সেফলি রিমোভ করবেন?
আমরা যারা পেন ড্রাইভ ব্যবহার করি, তারা কমবেশি জানি এটা রিমোভ করার সময় টাস্কবারের সেফলি রিমোভ অপশন ব্যবহার করা হয়। আমরা সচরাচর তা করিও, কিন্তু মাঝে মাঝে আমরা কিছু ভৌতিক সমস্যায় পড়ি। যেমন এই সেফ রিমোভ কমান্ড ব্যবহার করার পরও পেন ড্রাইভ স্টপ হয় না/রিমোভ সেফলি হয় না। সাধারনত নিচের সমস্যার মত কিছু মেসেজ আসে-
“The Device Generic volume cannot be stopped right now. Try stopping the device later”
এ রকম ক্ষেত্রে পেন ড্রাইভ সরাসরি আনপ্লাগ করতে হয়যার কারনে পেন ড্রাইভ করাপ্ট হতে পারে,
নষ্ট হয়ে যেতে পারে কিংবা ডাটা লস হতে পারে। এ ধরনের সমস্যার জন্য টিপস হচ্ছে-
একবার চোখ বুলিয়ে নেয়া - এমন কোন প্রোগ্রাম কী এখনও চলছে যেটার সাথে পেনড্রাইভটি সংশ্লিষ্ট।
১. হয়ত পেন ড্রাইভের কোন ফাইল এখনও খোলা আছে কিংবা মেমোরীতে হিডেন অবস্থায় কাজ করছে।
২. হয়ত পেন ড্রাইভের কোন ফাইলের সাথে সংশ্লিষ্ট প্রোগ্রাম এখনও খোলা আছে।
একমাত্র সহজ উপায় : কন্ট্রোল+অল্ট+ডিলেট দিয়ে টাস্কবার ম্যানেজ করে সেই প্রোগ্রামের টাস্ক/প্রসেস এন্ড করা।
No comments:
Post a Comment