আমি মূলত তাদের জন্যই এই পোষ্ট লিখেছি যারা পূর্বে বিজয় লে আউটে অভ্যস্ত আছেন - আর তাই আমার এখানে বিজয় লে আউট সমন্বিত ইউনিজয় এর উপর ভিত্তি করে।
আমি মূলতঃ ইউনিজয় ব্যবহার করি। ইউনিজয় ব্যবহার করার কারন ছিল, বহু আগে থেকে বিজয় কী লেআউটের সাথে আমার পরিচয় থাকা। বিজয় এবং ইউনিজয় কী লে আউট মূলত একই ধরনের।
আগের করা সেটিংস ভুলেই গিয়েছিলাম। এবার আবার নতুন করে করতে গিয়ে যা যা করলাম এবং পেলাম।
৪. ইন্টারনেট এক্সপ্লোরার সেটিংস এরকম -
** পিসি রিস্টার্ট করলাম।
এর পর ইউনিজয় কী লে আউট ব্যবহারের জন্য কন্ট্রোল প্যানেলে রিজিওনাল সেটিংস ঠিক করলাম এভাবে -
নিচে দেওয়া হল ইউনিকোড বাংলা সংক্রান্ত আরো কিছু লিংক : -
No comments:
Post a Comment