এটি ফ্যাট ও এনটিএফএস দুটোতে কাজ করে এমনকী ছোট একটি ফ্লপিতেও রেখেও কাজ করতে পারে।
ফাইলটির উপর ডাবল ক্লিক করলেই এটি ওপেন হয় এবং উপরের মত একটি স্ক্রীন আসে, তবে বাম পাশের প্যান তখন ব্ল্যাঙ্ক থাকে। ডানদিকের প্যানে ড্রাইভ সিলেক্ট করে সার্চ ডিলেটেড ফাইলস ক্লিক করলেই এটি কাজ শুরু করে এবং বাম পাশে রিকভারকৃত ফাইল জড়ো করতে থাকে। ফাইল জড়ো হয়ে গেলে নিজের প্রয়োজনীয ফাইলটি সিলেক্ট করে ডানদিকের প্যানে "রেস্টোর বাই কপিইং" ক্লিক করলে এটি নির্ধারিত স্থানে ফাইলটি রিস্টোর করে।
এটির কাজ করার পদ্ধতি খুব সহজ। তবে ফ্রিওয়্যার হওয়ায় এটির সার্চ ক্যাপাবিলিটিস অনেকটা সীমিত। তারপরও সীমিত মাত্রায় এটি খুব কার্যকরী। অন্তত আমি খুব ভাল ফল পেয়েছি। এটির ডাউনলোড লিংক হচ্ছে -
রেস্টোরেশান
Publisher | Brian Kato |
File Size | 229 kb |
Version | 2.5.14 |
Added | Aug 21, 2003 |
License | Freeware |
Windows | 2000/XP/Vista/7 |
Requirements | None |
No comments:
Post a Comment