Wednesday, April 7, 2010

How to get image files from inserted image in Microsoft Word ?

অনেক বছর হল কম্পিউটার ব্যবহার করছি, মাইক্রোসফট অফিসের ইনসার্ট করা ছবি নিয়ে খুব সহজ একটা ট্রিক্স জানতাম না। আজ একজনের কাছে জানার আগে  আমি প্রায়ই বলতাম এটি সম্ভব নয়। শুধু এই সহজ ট্রিক্স না জানার কারনে অনেককে হেল্প করতে পারি নি। বিষয়টি হল - মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করা ছবি আবার কিভাবে আবার ছবি ফরম্যাটে ফিরিয়ে আনা যায়। সাধারনত: মাইক্রোসফট ওয়ার্ড/এক্সেলে ইনসার্ট করা ছবি, সেই ওয়ার্ড/এক্সেল ফাইলের অংশ হয়ে যায়। সেক্ষেত্রে কোন সময় প্রয়োজন পড়লে সেই ফাইলটা হতে ছবিটি ব্যবহার উপযোগী করা যেত না। পেইন্ট এ কপি পেষ্ট করে দেখেছি - কিন্তু ফল তেমন ভাল হয় নি ।

আজ জানলাম সেই ওয়ার্ড থেকে কীভাবে কার্যকরী ইমেজ ফাইল উদ্ধার করা যায় -


প্রথমে ওয়ার্ড ফাইলটির যেখানে ছবিটি ইনসার্ট করা আছে সেখানে ক্লিক করে সিলেক্ট করা, এর পর ctrl+c দিয়ে কপি করা ।

এখন পাওয়ারপয়েন্ট খুলি, একটি ব্ল্যান্ক প্রেজেন্টেশান খুলি- সেখানে খালি জায়গায় ctrl+v দেই, দেখা যাবে কপিকৃত ছবিটি সেখানে পেষ্ট হয়েছে। এখন ছবিটি প্রয়োজনমত রিসাইজ করি মাউস দিয়ে টেনে। তারপর ছবির উপর রাইট ক্লিক করে সেভ ইমেজ এস ক্লিক করি। ছবিটি এখন ইমেজ ফাইল আকারে সেভ করার জন্য প্রস্তুত । এখন একটা নাম দেই এবং সেভ করি।

ব্যাস, হয়ে গেল একটা ইমেজ ফাইল।

No comments:

Post a Comment