Tuesday, April 6, 2010

How to add image and clip art proportionately in Microsoft Powerpoint ?

আমরা যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টুক টাক কাজ সারি তারা প্রায়ই ছবি সংযুক্ত করতে একটা সাধারন সমস্যায় ভুগি, সেটি হল ছবিটি স্লাইডের অন্যান্য ছবির সাথে মানানসই করে রিসাইজ করে সংযুক্ত করা।


ব্যাপারটা এমন যে, স্লাইডের অন্যান্য বিষয়ের সাথে আনুপাতিক হারে ছবি বা ক্লিপ  থাকে যাতে তা দেখতে বেখাপ্পা মনে না হয়। আমরা এটি খুব সহজে করতে পারি।

প্রথমত আমরা মনে করি, আমাদের স্লাইডে চারটি ছবি সংযুক্ত করব এবং একে একে চারটি ছবিই ইনসার্ট করি।





এখন একটি ছবিকে ক্লিক করে শিফ্ট কী হোল্ড করে রাখি এবং এই অবস্থায় পর পর অন্য ছবিগুলোকে সিলেক্ট করি।


এর পর মাউস ড্রাগ করে ছবিগুলো ইচ্ছেমত এবং প্রয়োজনমত সাইজ করি। সবগুলি ছবি একই অনুপাতেএবং একই সাইজে হয়ে গেল। দেখুন তো কেমন হল-

No comments:

Post a Comment