Wednesday, May 12, 2010

A new way of outsourcing : Graphics Design, Logo Branding

ফ্রি ল্যান্সার নিয়ে অনেক কথা হয়। আমিও অনেকবার অনেকভাবে চেষ্টা করেছি। তবে একাগ্রতা আর ধৈর্য্যের অভাবে সফল হইনি। তবে অনেকের কথা শুনেছি-যারা বলেন কাজ করছেন নিয়মিত। অনেকে বলেন ওয়েবে ক্যাপচা এন্ট্রির কাজ অধিক সহজে পাওয়া যায়। তবে যেকোন ফ্রিল্যান্সিং সাইটে গেলেই প্রচুর ক্যাপচা এন্ট্রি প্রজেক্ট পাওয়া যায়। তবে বাস্তবে কতটা কী হয় ঠিক জানি না। তবে ইন্টারনেট সার্ফিংয়ে আমার এতদিনকার অভিজ্ঞতা থেকে আউটসোর্সিং এর একটি নতুন জগত সম্পর্কে আমি মোটামুটি জ্ঞান পেয়েছি- সেটি আজ বন্ধুদের সাথে শেয়ার করব। সে জগতটি হল গ্রাফিক্স ডিজাইনে অনলাইন কাজ করা। এমন একটি সাইট হচ্ছে 99Design Contests
এই সাইটি মূলত যেসব বৈশিষ্ট্য নিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ প্রোভাইড করে তা হচ্ছে :-
মূলত বিডিং পদ্ধতিতে এখানে কাজ হয়। আর যতটুকু জানি, এই সাইটি থেকে কাজ পাওয়া যায় যদি একজন ডিজাইনার তার কাজের নমুনা দ্বারা প্রজেক্ট প্রভাইডারকে সেটিসফাই করতে পারে।

খুব সাধারনভাবে এই সাইটে কাজ করার পদ্ধতি হচ্ছে -

১। যে কেউ এখানে কাজের জন্য ফ্রি রেজিষ্ট্রশন করতে পারেন।

এখানে সাধারণত যে কাজ গুলি হয় তার তালিকা হচ্ছে

1 comment: